SIR-WB | কাজ শেষ বঙ্গে, SIR-এর প্রথম পর্যায়ের কাজের সময়সীমা বাড়ল বাকি রাজ্যগুলিতে!

পশ্চিমবঙ্গে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর রাত ১২টার মধ্যেই এনিউমারেশনের কাজ শেষ হতে চলেছে।
বৃহস্পতিবার দুপুর তিনটে অবধি পশ্চিমবঙ্গে ৯৯.৯৬ শতাংশ, রাজস্থানে ৯৯.৬৪ শতাংশ, উত্তরপ্রদেশে ৯৯.৬১, কেরালায় ৯৮.৯২ শতাংশ ফর্ম ডিজিটাইজ়েশনের কাজ শেষ হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর রাত ১২টার মধ্যেই বঙ্গে এনিউমারেশনের কাজ শেষ হতে চলেছে। গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থানেও বৃহস্পতিবার এনিউমারেশনের কাজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ এবং আন্দামান ও নিকোবরে এনিউমারেশনের কাজের সময় বাড়ানো হচ্ছে।
