SIR | আজ থেকে শুরু হচ্ছে SIR-এর হিয়ারিং! বঙ্গে কী কী আয়োজন করলো কমিশন?

Saturday, December 27 2025, 3:37 am
highlightKey Highlights

প্রতিটি বিধানসভা এলাকায় মোট ১১টি জায়গায় শুনানির কাজ হবে। সকাল ১০টা থেকে শুরু হচ্ছে শুনানি।


রাজ্যের ২৯২টি বিধানসভা কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য শুনানি প্রক্রিয়া। সকাল ১০টা থেকে প্রতিটি বিধানসভা এলাকায় মোট ১১টি জায়গায় শুনানির কাজ হবে। শুনানির টেবিলে ভোটার ছাড়া ইআরও, এইআরও, বিএলও, বিএলও সুপার ভাইজার এবং মাইক্রো অবজ়ার্ভাররা থাকবেন। তবে কোনো সিসিটিভি থাকছে না। প্রতিটি শুনানি কেন্দ্রে থাকা রেজিস্টারে স্বাক্ষর করতে হবে উপস্থিত থাকা ইআরও, এইআরও, এবং মাইক্রো অবজ়ার্ভারদের। এই তথ্য কমিশনের সফটওয়্যারে আপলোড করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File