SIR in WB | SIR প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো কমিশন, ১৯ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা এবং নিষ্পত্তি করা যাবে

Friday, January 16 2026, 4:12 am
SIR in WB | SIR প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো কমিশন, ১৯ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা এবং নিষ্পত্তি করা যাবে
highlightKey Highlights

আগে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা ও নিষ্পত্তির সময়সীমা দিয়েছিল কমিশন। সেই সময়সীমা বাড়ানো হল কমিশনের তরফে।


বঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ফের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ১৫ জানুয়ারির বদলে ১৯ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা এবং নিষ্পত্তি করা যাবে। শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে মঙ্গলবারই মুখ্য নির্বাচনী আধিকারিক ছয় দফা নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। সূত্রের খবর, ২০ লক্ষ শুনানি হয়ে গেলেও এখনও পর্যন্ত ১০ লক্ষ শুনানির ডকুমেন্ট আপলোড করা হয়েছে। উল্লেখ্য, শুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে না মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File