SIR in WB | হিয়ারিংয়ে জমা দিয়েছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? আপনাকে ফের ডাকা হতে পারে শুনানিতে!

Saturday, January 17 2026, 4:22 am
SIR in WB | হিয়ারিংয়ে জমা দিয়েছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? আপনাকে ফের ডাকা হতে পারে শুনানিতে!
highlightKey Highlights

বৃহস্পতিবার এসআইআর-এর শুনানিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চাকুলিয়া।


বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, এবার শুনানিতে নথি হিসেবে আর গণ্য হবে না মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। এই নোটিশের জেরে বিপাকে জনগণ। শুনানিতে ডাক পাওয়া বহু মানুষ ইতিমধ্যেই নিজের মাধ্যমিক অথবা দশম শ্রেণির অ্যাডমিট কার্ড প্রামাণ্য নথি হিসেবে কমিশনে পেশ করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, যে আধিকারিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রামাণ্য হিসাবে গ্রহণ করেছেন তিনি শাস্তি পাবেন। যাঁরা শুধু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন, এমন ব্যক্তিদের ফের ডাকা হবে শুনানিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File