SIR Hearing | ভিনদেশে থাকা ভোটারদের হিয়ারিং নিয়ে নয়া নিয়ম জারি নির্বাচন কমিশনের!
Thursday, January 8 2026, 5:22 pm

Key Highlightsযে অনাবাসী ভোটাররা আসতে পারছে না, তাঁদের অনুমোদিত নিকট আত্মীয় শুনানিতে হাজির হতে পারবেন।
খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’ থাকায় ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। উচ্চশিক্ষা বা কর্মসূত্রে অন্য দেশে থাকা এ রাজ্যের বাসিন্দাদের সঠিক সময়ে শুনানিতে উপস্থিত হতে অসুবিধায় পড়তে হচ্ছে। এ বিষয়ে ৬ জানুয়ারি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, যে ভোটাররা আসতে পারছে না তাঁদের নিকট আত্মীয় শুনানিতে হাজির হতে পারবেন। তবে ওই নিকট আত্মীয়ের সঙ্গে ভোটারের সম্পর্কের প্রমাণপত্র নিয়ে আসতে হবে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- ই-ভোটার কার্ড


