SIR-Sonagachi | যৌনকর্মীদের মুশকিল আসান, সোনাগাছিতে SIR-এর জন্যে ‘বিশেষ হিয়ারিং ক্যাম্প’-এর ব্যবস্থা নির্বাচন কমিশনের

Saturday, November 29 2025, 2:15 pm
SIR-Sonagachi | যৌনকর্মীদের মুশকিল আসান, সোনাগাছিতে SIR-এর জন্যে ‘বিশেষ হিয়ারিং ক্যাম্প’-এর ব্যবস্থা নির্বাচন কমিশনের
highlightKey Highlights

যৌনকর্মীদের এনিউমারেশন ফর্ম সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগ নিতে পারেন কমিশনের এই আধিকারিকরা, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এমনটাই।


বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ চালু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন সোনাগাছির যৌনকর্মীরা। চলতি মাসের ২১ নভেম্বর রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ই মেল করেছিলেন যৌনকর্মী ও তাঁদের সন্তানদের নিয়ে কাজ করা সংগঠনগুলি। সূত্রের খবর, আগামী ২ এবং ৩ ডিসেম্বর সোনাগাছিতে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত ক্যাম্পের আয়োজন করতে চলেছে নির্বাচন কমিশন। সোনাগাছি সহ রাজ্যের বিভিন্ন জেলায় থাকা যৌনপল্লিতে বসবাসকারী যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে, জানিয়েছে নির্বাচন কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File