SIR 2025 | শনিতেই শুরু হিয়ারিংয়ের চিঠি পাঠানোর কাজ, ইংরেজিতে নোটিস পাঠাচ্ছে CEO দপ্তর!

Saturday, December 20 2025, 5:34 pm
highlightKey Highlights

আগামী ২৭ ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু হতে পারে বলেই রাজ্যের CEO দপ্তর সূত্রে খবর।


গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই হিয়ারিং এর সময় নিয়ে জল্পনা চলছিল। ১৭ তারিখ থেকেই হিয়ারিং নোটিস পাঠানোর কথা থাকলেও CEO দপ্তর জানিয়েছিল বড়দিনের আগে হিয়ারিংয়ের কাজ শুরু করা যাবে না। শনিবার থেকেই SIR এর জন্য হিয়ারিংয়ের চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। ইংরেজি ভাষাতেই আপাতত নোটিস পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আঞ্চলিক ভাষায় নোটিস পাঠানোর আবেদন করেছে সিইও দপ্তর। সূত্রের খবর, আগামী ২৭ ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File