Zubeen Garg | জুবিনের অকালপ্রয়াণে কাঁদলো গোটা গুয়াহাটি, রাজপথ যেন একটুকরো শোকসভা

Sunday, September 21 2025, 2:19 pm
highlightKey Highlights

তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে শহরের পথে নেমে আসে হাজার হাজার মানুষ। রাজপথ যেন পরিণত হয় এক শোকযাত্রায়।


বছর ৫২তেই অকালপ্রয়াণ হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। রবিবার সকালে সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ আনা হয় গুয়াহাটি বিমানবন্দরে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গরিমা। বিমানবন্দর থেকে রাজপথ হাতে ফুল নিয়ে আসামের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়ে লেখেন, “অসম এক মহীরুহকে হারাল। জুবিনদা একজন রাজার মতো জীবন কাটিয়েছেন, আর রাজার মতোই বিদায় জানানো হচ্ছে তাঁকে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File