বিনোদন

Zubeen Garg | স্কুবা ডাইভিংয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু গায়ক জুবিন গর্গের, শোকস্তব্ধ সঙ্গীত মহল

Zubeen Garg | স্কুবা ডাইভিংয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু গায়ক জুবিন গর্গের, শোকস্তব্ধ সঙ্গীত মহল
Key Highlights

নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই রহস্যমৃত্যু গায়কের।

ভারতের বিনোদনদুনিয়ায় দুঃসংবাদ। মাত্র ৫২ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg)। ‘চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’এ পারফর্ম করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জ়ুবিন। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় শো করার কথা ছিল তাঁর। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আচমকা অচৈতন্য হয়ে সমুদ্রে ভাসতে থাকেন তিনি। তড়িঘড়ি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিউতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়েছে। অসমীয়া এই গায়ক গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো সিনেমায়।