বিনোদন

Udit Narayan | গায়ক উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড! দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

Udit Narayan | গায়ক উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড! দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির
Key Highlights

বলিউডের গায়ক উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড! দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও খবর।

বলিউডের গায়ক উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড! দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও খবর। সোমবার রাত ৯টার দিকে জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক উদিত নারায়ণের ভবন তথা মুম্বইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরের স্কাইপ্যানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে বহুতলের ১১ তলায় আগুন লাগে। উদিত নারায়ণ থাকেন ওই বহুতলের ৯ তলায়। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে একজনের প্রাণহানি হয়েছে। তবে গায়ক ও তাঁর পরিবার সুরক্ষিত বলেই জানা যাচ্ছে।