সত্যিই কি অন্তসত্ত্বা নেহা কক্কর? গায়িকার সাম্প্রতিক কিছু ছবি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন
Thursday, July 22 2021, 2:50 pm
Key Highlightsবেবি বাম্পসহ বিয়ের মাস কয়েক পরই একটি ছবি পোস্ট করে নেটিজেনদের চমকে দিয়েছিলেন গায়িকা নেহা কক্কর। পরবর্তীকালে অবশ্য জানা যায় এই পুরোটাই আসলে ছিল তাঁর আসন্ন গানের প্রমোশন্যাল ক্যাম্পেন। তবে এই মুহূর্তে বলিউডের অন্দরে জোর চর্চা চলছে, এবার নাকি সত্যি মা হতে চলেছেন বলিউড কাঁপানো এই গায়িকা। সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট এবং বেশ কিছু আউটিং-এর ছবি দেখে নেটিজেনদের বড় অংশ মনে করছে মা হতে চলেছেন নেহা।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- গায়িকা
- প্রেগন্যান্সি
- নেহা কাক্কর

