Mainul Ahsan Nobel | অপহরণ-যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার গায়ক নোবেল! টানা ৭ মাস ছাত্রীকে বাড়িতে বন্দি রেখে অত্যাচারের অভিযোগ!
Tuesday, May 20 2025, 12:05 pm

এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখা করার জন্য ডেকে পাঠান গায়ক। অভিযোগ, এরপর থেকেই নিজের বাড়িতে ওই মহিলাকের আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল।
অপহরণ ও যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার সারেগামাপা খ্যাত, বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল! তার বিরুদ্ধে এক মহিলাকে টানা সাত মাস নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখা করার জন্য ডেকে পাঠান গায়ক। অভিযোগ, এরপর থেকেই নিজের বাড়িতে ওই মহিলাকের আটকে রেখে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। এমনকি সমস্ত ছবি ও ভিডিও ফোনবন্দি করে লাগাতার ভয়ও দেখিয়েছেন তিনি। সোমবার বাংলাদেশের এমার্জেন্সি হেল্প নম্বরে ফোন পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ।