Pahalgam Terrorist Attack | সীমান্তে উত্তেজনা, রাতভর নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ দুপক্ষের !

Friday, April 25 2025, 5:11 am
highlightKey Highlights

যত সময় এগোচ্ছে, ততই সীমান্তে বাড়ছে উত্তেজনা। পহেলগাম হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখায় চলছে শেলিং, গুলিবর্ষণ।


পহেলগাম হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখায় দু’পক্ষের মধ্যে চলছে গুলি বিনিময়, শেলিং। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর বিভিন্ন পাক পোস্ট থেকে ব্যাপক গোলাগুলি বর্ষণ চলেছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। তানজিং সেক্টরে লাগাতার শেলিং হয়েছে। সকাল থেকেই সীমান্তে একাধিক ঘাঁটিতে মহড়া দিচ্ছে ভারতীয় বায়ু সেনার ফাইটার জেট। ওপারেও আকাশপথে চলছে ফাইটার জেটের গর্জন। প্রসঙ্গত, ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে নয়াদিল্লি। আজ শুক্রবার বৈসরণ যাচ্ছেন ভারতীয় সেনা প্রধান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File