Chandipura Virus । গুজরাটে চাঁদিপুর ভাইরাসে মৃত ৮ শিশু! আক্রান্ত আরও ১৪
Friday, July 19 2024, 3:58 am

১০ জুলাই থেকে এখনও পর্যন্ত এই ভাইরাসজনিত রোগে গুজরাটের আরাবল্লী জেলায় মৃত্যু হয়েছে আট শিশুর।
বাড়ছে চাঁদিপুর ভাইরাসের আতঙ্ক। ১০ জুলাই থেকে এখনও পর্যন্ত এই ভাইরাসজনিত রোগে গুজরাটের আরাবল্লী জেলায় মৃত্যু হয়েছে আট শিশুর। এই ভাইরাসে আক্রান্ত আরও ১৪ শিশু। ভাইরাসটির আসল নাম, চাঁদিপুর ভেসিকুলোভাইরাস (CHPV)। ১৯৬৫ সালে, মহারাষ্ট্রর চাঁদিপুর গ্রামে এই আরএনএ ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল। এটি একটি এটি প্যাথোজেনটি ব়্যাবডোভিরিডা ভাইরাল পরিবারের ভেসিকুলোভাইরাস গণের সদস্য। চাঁদিপুরা ভাইরাস সংক্রমণের কারণে হঠাৎ প্রচণ্ড জ্বর আসতে পারে,গুরুতর মাথাব্যথা, ঘন ঘন বমি, খিঁচুনি হতে পারে।