Siliguri | শিলিগুড়িতে পথকুকুর ও পোষ্য পশুদের জন্য শ্মশান নির্মাণ করছে শিলিগুড়ি পুরসভা

কলকাতার পরে এবার শিলিগুড়ি পুরসভা পথকুকুর ও পোষ্য পশুদের জন্য নির্মাণ করছে বিশেষ শ্মশান।
সাধারণত পথ দুর্ঘটনায় কোনো পশু মারা গেলে দেহ টেনে নিয়ে গিয়ে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হয়। মানুষের পাশাপাশি এবার পশুদের মর্যাদা ও সম্মান রক্ষার জন্যে এগিয়ে এসেছিল কলকাতা। পশুদের জন্যে তৈরী হয়েছিল শ্মশান। এবার পথকুকুর ও পোষ্য পশুদের জন্য বিশেষ শ্মশান নির্মাণ করছে শিলিগুড়ি পুরসভা। প্রায় সওয়া দুই কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে একটি কাঠের চুল্লি নির্ভর শ্মশান ব্যবস্থা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার করে পশু চিকিৎসালয়, শ্মশান, গাড়ি মেরামতির ওয়ার্কশপ তৈরী হচ্ছে।