Bangladesh Terrorist । মুর্শিদাবাদ জালিয়াতি কাণ্ডে শিলিগুড়ি যোগ, শিলিগুড়ি করিডর দিয়ে ঢুকছিল বাংলাদেশী জঙ্গিরা!

Friday, December 20 2024, 5:23 pm
highlightKey Highlights

ভারতকে রক্তাক্ত করার ছক আনসারুল্লা বাংলা টিমের (এবিটি)! বুধবার রাজ্য ও অসম পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থেকে ধরা পড়ে বাংলাদেশের এই জঙ্গি সংগঠনটির দুই সদস্য।


পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্ত করতে গিয়ে মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছিল বাংলাদেশের এই জঙ্গি সংগঠন এবিটির ২ সদস্য। জেরায় তাঁরা জানিয়েছে, তাঁরা ‘শিলিগুড়ি করিডর’ এর মাধ্যমে সারা ভারতে নাশকতা ছড়ানোর ছক কষেছিল। ভৌগোলিক ভাবে এই ‘শিলিগুড়ি করিডর’ বা চিকেন নেক ভীষণ গুরুত্বপূর্ণ। নেপাল, ভুটান ও বাংলাদেশ এই তিন দেশের সীমান্ত ছুঁয়ে মাত্র ২০ কিলোমিটার জুড়ে রয়েছে করিডোরটি। ভারতকে দুর্বল করতে অস্ত্রশস্ত্র, মাদক,জাল নোট এই করিডোরের মাধম্যেই পাচার করতো আনসারুল্লা বাংলা টিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File