Kharagpur IIT | এবার ইংরেজি-হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও লেখা থাকবে সাইনবোর্ড! উদ্যোগী খড়্গপুর IIT

Wednesday, August 6 2025, 2:59 pm
Kharagpur IIT | এবার ইংরেজি-হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও লেখা থাকবে সাইনবোর্ড! উদ্যোগী খড়্গপুর IIT
highlightKey Highlights

খড়গপুর আইআইটি চত্বরে এবার থেকে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও লেখা থাকবে দিকনির্দেশ, নামফলক ও তথ্যচিত্রের সাইনবোর্ড।


বাংলার মাটিতে দাঁড়িয়ে রয়েছে খড়্গপুর আইআইটি। এতদিন অবধি প্রতিষ্ঠান চত্বরের সাইনবোর্ডগুলি হিন্দি এবং ইংরেজিতে লেখা ছিল। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে ক্যাম্পাসের অডিটোরিয়াম, বিভাগীয় ভবন, প্রশাসনিক দফতর থেকে শুরু করে ঐতিহাসিক হিজলি ডিটেনশন ক্যাম্প সব কিছুর নাম, নির্দেশ ও পরিচিতি এবার বাংলাতেও লেখার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। ইতিমধ্যেই নির্দেশকের দফতর এবং তাঁর সরকারি বাসভবনের নামফলক বাংলায় লেখা হয়েছে। বাংলা ভাষার প্রতি সম্মান জানাতে এবং কর্মীদের সুবিধার্থে এই পদক্ষেপ, জানিয়েছেন পরিচালক সুমন চক্রবর্তী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File