দেশ

Bengaluru Stampede | বেঙ্গালুরুর পদপিষ্ঠের ঘটনার পর বরখাস্ত সিদ্দারামাইয়ার সচিব, সাসপেন্ড পুলিশ কমিশনার!

Bengaluru Stampede | বেঙ্গালুরুর পদপিষ্ঠের ঘটনার পর বরখাস্ত সিদ্দারামাইয়ার সচিব, সাসপেন্ড পুলিশ কমিশনার!
Key Highlights

RCB এর বিজয় উৎসবে বেঙ্গালুরুতে পদপিষ্ঠের ঘটনার পর বদল সে রাজ্যের প্রশাসনে।

RCB এর বিজয় উৎসবে বেঙ্গালুরুতে পদপিষ্ঠের ঘটনার পর বদল সে রাজ্যের প্রশাসনে। বরখাস্ত করা হয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পলিটিক্যাল সেক্রেটারি কে গোবিন্দরাজকে। বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ কর্তা হেমন্ত নিম্বালকরকেও। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে, বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার দায় নিজেদের ঝেড়ে ফেলতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন।