Kangchenjunga | 'পর্বাতোরহীদের আরোহণ ঈশ্বরকে অপমান', কাঞ্চনজঙ্ঘা আরোহণ বন্ধের দাবিতে নেপালকে চিঠি SIBLAC-এর!
Monday, June 16 2025, 4:02 am
 Key Highlights
Key Highlightsঈশ্বর তুল্য কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহণ বন্ধ করার আর্জি জানালো ‘সিকিম ভুটিয়া লেপচা অ্যাপেক্স কমিটি’ (SIBLAC)।
ঈশ্বর তুল্য কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহণ বন্ধ করার আর্জি জানালো ‘সিকিম ভুটিয়া লেপচা অ্যাপেক্স কমিটি’ (SIBLAC)। এই মর্মে নেপাল সরকার ও নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন (NMA)কে চিঠি লিখে বলা হয়, আগামী ১৮ জুন ভারত ও নেপালের পর্বাতোরহীদের কাঞ্চনজঙ্ঘা আরোহণের অনুমতি দেওয়া হয়েছে। এই অভিযানের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। সিকিম রুট ধরে কাঞ্চনজঙ্ঘা যাওয়া নিষিদ্ধ হলেও নেপালের পথে এখনও জারি রয়েছে কাঞ্চনজঙ্ঘা আরোহণ।
-  Related topics - 
- অন্যান্য
- সিকিম
- ভ্রমণ
- পর্বতারোহী

 
 