SpaceX 'Dragon Freedom | সুনীতাদের পর 'ড্রাগনে' চেপে মহাকাশে পাড়ি দেবেন এক ভারতীয়! ইতিহাস গড়বেন নভোচর শুভাংশু শুক্লা!

অ্যাক্সিওম মিশন ৪ (Ax-4) এ বিভিন্ন ক্ষেত্র থেকে মহাকাশচারীরা SpaceX ড্রাগনে চেপে ১৪ দিনের মহাজাগতিক সফরে অংশ নেবেন।
ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীদের নিয়ে পৃথিবীতে ফিরেছে ইলন মাস্কের সংস্থা SpaceX এর ‘ড্রাগন ফ্রিডম’। জানা গিয়েছে, ওই একই মহাকাশযান 'ড্রাগনে' চেপে এবার মহাকাশে পাড়ি দেবেন এক ভারতীয়। অ্যাক্সিওম মিশন ৪ (Ax-4) এ বিভিন্ন ক্ষেত্র থেকে মহাকাশচারীরা SpaceX ড্রাগনে চেপে ১৪ দিনের মহাজাগতিক সফরে অংশ নেবেন। আর ওই দলে রয়েছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। এই মিশনের ফলে তিনি প্রথম এক ভারতীয় নভোচর হবেন যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবেন কোনও বেসরকারি মিশনের অংশ হয়ে।