Shubhanshu Shukla | মহাকাশ থেকে কেমন দেখতে লাগে পৃথিবীকে? আইকনিক 'কুপলা' থেকে দেখালেন শুভাংশু!

Monday, July 7 2025, 7:29 am
highlightKey Highlights

মহাকাশ থেকে কেমন লাগে পৃথিবীকে? দেখালেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা।


মহাকাশ থেকে কেমন লাগে পৃথিবীকে? দেখালেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। রবিবার প্রকাশ্যে এসেছে শুভাংশুর নতুন ছবি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইকনিক গম্বুজাকৃতির 'কুপলা' অংশতে দেখা গিয়েছে তাকে। সেই ছবিতে দেখা যায়, 'কুপলা'র কাঁচের জানলা দিয়ে নীল পৃথিবীর দিকে একগাল হাসি নিয়ে তাকিয়ে আছেন শুভাংশু। উল্লেখ্য, দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গেলেও, শুভাংশু ভেঙে দিয়েছেন রাকেশ শর্মার রেকর্ড। ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৭ দিন ২১ ঘণ্টা থাকার রেকর্ড ভেঙেছেন শুভাংশু। পরিকল্পনা মতো ১৪দিন ISS এ থাকবেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File