Shubhanshu Shukla | মহাশুন্যে ভেসে ভেসেই রাকেশ শর্মার রেকর্ড ভাঙলেন শুভাংশু! কতক্ষন কাটলো মহাকাশে?

Saturday, July 5 2025, 5:31 am
highlightKey Highlights

ভারতের নভশ্চর রাকেশ শর্মা মহাশূন্যে ভেসেছিলেন ৭ দিন ২১ ঘণ্টা। গত ৩ জুলাই সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভাংশু!


৪১ বছর আগে প্রথম ভারতীয় নভশ্চর হিসেবে মহাকাশে পৌঁছন রাকেশ শর্মা। সেসময় ৭ দিন ২১ ঘণ্টা তিনি মহাশুন্যে ভেসেছিলেন। ২০২৫এ সেই রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন তথা বেসরকারি মহাকাশ মিশন অ্যাক্সিয়ম ৪এর অন্যতম সদস্য শুভাংশু শুক্লা। গত ৩ জুলাই তাঁর মহাকাশে থাকার মেয়াদ ৭ দিন ২১ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। সূত্রের খবর, রেকর্ড ভেঙেই শুভাংশু স্পেস স্টেশন থেকে পরিবারের সঙ্গে কথা বলেছেন। প্রসঙ্গত, মহাকাশে ৪ নভশ্চরের আটদিন অতিক্রান্ত হয়েছে। জোরকদমে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন শুভাংশুরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File