Shubhanshu Shukla | 'তোমাকে ছুঁতে চাওয়ার মুহূর্তরা..'! মহাকাশে যাওয়ার আগে স্ত্রীকে আবেগঘন বিদায় শুভাংশুর!
Thursday, June 26 2025, 10:23 am

Please provide the news article. I need the text of the article to complete your request.
কাঁচের ওপারে দাঁড়িয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে চলা স্পেস স্যুটে শুভাংশু শুক্লা। এপারে তার হাতের প্রতিফলনের উপরে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আবেগপ্রবণ এক মহিলা। দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস তৈরীর দিন ভাইরাল শুভাংশু এবং তাঁর স্ত্রীর আবেগঘন ছবি। মহাকাশ যাত্রার আগে শুভাংশুকে বিদায় জানাতে এসেছিলেন তাঁর স্ত্রী কামনা। কিন্তু প্রোটোকলের কারণে স্বামীকে ছুঁতে পারেননি। তাই কাচের এপার থেকেই ভালোবাসা দিলেন স্ত্রী কামনা। মহাকাশে পাড়ির আগে দম্পতির এই একান্ত আবেগপ্রবণ মুহূর্ত হলো ক্যামেরাবন্দি।