Shubhanshu Shukla | মহাকাশ থেকে ফিরেই নক্ষত্রদের প্রেমে মজেছেন শুভাংশু, কী শেয়ার করলেন এক্স হ্যান্ডেলে?
Thursday, July 24 2025, 5:52 pm

নিজের বেঙ্গালুরুর বাড়ির খোলা বারান্দা থেকে শক্তিশালী ক্যামেরায় ধরেছেন উজ্জ্বলতম নীহারিকা, কালপুরুষদের ছবি। নিজের এক্স হ্যান্ডলে তা শেয়ার করেছেন শুভাংশু।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন তথা নভশ্চর শুভাংশু শুক্লা। আপাতত তিনি ‘কোয়ারেন্টাইন’ অর্থাৎ ফের পৃথিবীর জলহাওয়ায় শরীরকে অভ্যস্ত করার প্রক্রিয়ায় রয়েছেন। নিজের বাড়িতে বসেই এবার মন দিয়েছেন অ্যাস্ট্রোফটোগ্রাফিতে। শক্তিশালী ক্যামেরায় ওরিয়ন নেবুলা অর্থাৎ পৃথিবীর আকাশে খোলা চোখে দেখতে পাওয়া সুদূরের নীহারিকা, কালপুরুষের ছবি তুলছেন শুভাংশু। নিজের এক্স হ্যান্ডলে তা শেয়ারও করেছেন শুভাংশু। বেশ বোঝা যাচ্ছে মহাকাশের প্রেমে মজেছেন তরুণ মহাকাশচারী।
- Related topics -
- শুভাংশু শুক্লা
- মহাকাশ
- মহাকাশযান
- মহাকাশচারী
- স্পেসএক্স