Axiom 4 Mission | পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সঙ্গীরা! এক গাল হাসি নিয়ে বেরিয়ে এলেন ভারতীয় মহাকাশচারী!
Tuesday, July 15 2025, 10:33 am

১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা!
১৮ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা! ঐতিহাসিক মহাকাশ অভিযানের পরে Axiom 4 এর ক্রুদের সঙ্গে ভারতীয় সময়ে মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ পৃথিবীতে নেমে এলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। প্রশান্ত মহাসাগরে ঘড়ি মিলিয়ে নেমে আসে স্পেসেক্সের ক্যাপসুল ড্রাগন। পৃথিবীতে অবতরণের বেশ খানিক পরে ক্যাপসুল ড্রাগনের দরজা খোলে এবং একে একে বেরিয়ে আসেন মহাকাশচারীরা।ক্যাপসুল থেকে এক গল্ হাসি নিয়ে বেরিয়ে আসেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাও।