KKR | কেকেআর ছাড়বেন শ্রেয়স? রাইডার্সের পরবর্তী অধিনায়ক হবেন রিঙ্কু সিং? তুঙ্গে জল্পনা

Monday, October 28 2024, 12:38 pm
KKR | কেকেআর ছাড়বেন শ্রেয়স? রাইডার্সের পরবর্তী অধিনায়ক হবেন রিঙ্কু সিং? তুঙ্গে জল্পনা
highlightKey Highlights

ইতিমধ্যেই শ্রেয়স আইয়ার কেকেআর ছাড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।


২০২৫ এর আইপিএলে নতুন অধিনায়ক পেতে পারে কলকাতা নাইট রাইডার্স! ইতিমধ্যেই শ্রেয়স আইয়ার কেকেআর ছাড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। শ্রেয়স কেকেআর ছেড়ে যাওয়ার যেমন জল্পনার জল গড়াচ্ছে তেমনই জল্পনা চলছে কেকেআরের নয়া অধিনায়ক কে হবে তা নিয়েও। শোনা যাচ্ছে, ভবিষ্যতের কথা ভেবে রিঙ্কু সিংকে অধিনায়ক করা হতে পারে। বিগত দুই মরশুমে রিঙ্কু সিং কেকেআরের হয়ে একাধিকবার প্রমণ করেছেন চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। রিঙ্কুর প্রভাব তার ব্যাটিংয়ের বাইরেও বিস্তৃত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File