Operation Sindoor | 'এমন একটি ছবি দেখান যেখানে ভারতের ক্ষতি হয়েছে', অপারেশন সিঁদুর নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন অজিত ডোভাল!
Friday, July 11 2025, 3:24 pm

''অপারেশন সিঁদুরে' ভারতের ক্ষতি নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
''অপারেশন সিঁদুরে' ভারতের ক্ষতি নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার আইআইটি মাদ্রাজের সমাবর্তন অনুষ্ঠানে অজিত ডোভাল বলেন, 'আমাকে এমন একটি ছবি দেখান যেখানে ভারতের ক্ষতি হয়েছে।' ভারতের প্রতিরক্ষা শক্তির বাহবা জানিয়ে তিনি আরও বলেন,' দেশীয় প্রযুক্তির কলকৌশল সামরিক কাজে ব্যবহারের উৎকৃষ্ট উদাহরণ এই অভিযান। আমরা পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে ৯টি জঙ্গিঘাঁটিকে নিশানা করেছিলাম। আর একটিতেও লক্ষ্যভ্রষ্ট হইনি। গোটা অপারেশনটি হয়েছে মাত্র ২৩ মিনিটে।'