Birbhum | মুদিদোকানে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে! বীরভূমের ঘটনায় উত্তপ্ত জনতা
Wednesday, January 22 2025, 6:41 am

বীরভূমে মুদিদোকানে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে!
বীরভূমে মুদিদোকানে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হাটজন বাজার এলাকা। সূত্রে খবর, বছর এগারোর নাবালিকা মঙ্গলবার রাতে এলাকারই প্রদীপ কীর্তনিয়ার মুদিরদোকানে গিয়েছিলো। অভিযোগ, সব দোকান খালি হওয়া পর্যন্ত ওই নাবালিকাকে দাঁড় করিয়ে রাখে দোকানদার। এরপর তাকে নিয়ে ভিতরে চলে যায় সে। দীর্ঘক্ষণ পর নাবালিকা না ফেরায় সন্দেহ হয় স্থানীয় এক মহিলার। এরপরই প্রতিবেশীদের খবর দিলে চেপে ধরা হয় অভিযুক্তকে। আর তখনই তিনি অপরাধের কথা স্বীকার করে বলে দাবি প্রতিবেশীদের।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বীরভূম
- ক্রাইম
- ধর্ষণ