শুটআউট! চিত্তরঞ্জনে দুষ্কৃতীদের গুলিতে খুন ভিনরাজ্যের যুবক

Monday, January 18 2021, 11:43 am
শুটআউট! চিত্তরঞ্জনে দুষ্কৃতীদের গুলিতে খুন ভিনরাজ্যের যুবক
highlightKey Highlights

চিত্তরঞ্জনে এক যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা। খুব কাছ থেকে গুলি চালানোয় তাঁর মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তে নেমে দেখা যায়, ওই যুবক ঝাড়খণ্ডের। নাম রাহুল রামো। জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ চিত্তরঞ্জন কস্তুরবা গান্ধী হাসপাতালের সামনে রাহুল রামো নামে ওই যুবককে খুব কাছ থেকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তাঁর মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রক্তাক্ত যুবক। পুলিশ জানতে পেরেছে, তাঁর বাড়ি ঝাড়খণ্ডের মিহিজামে। হামলার পর তাঁকে কেজি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File