Malda | মালদহে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চললো গুলি! অভিযোগ তৃণমূলেরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে
Tuesday, January 14 2025, 8:14 am

তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার তদন্ত চলার মধ্যেই ফের বাংলায় শুটআউট!
তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার তদন্ত চলার মধ্যেই ফের বাংলায় শুটআউট! মালদহে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সেই সময়ই তৃণমূলেরই অপর এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।