বিনোদন

Shilpa Shirodkar | করোনা আক্রান্ত শিল্পা শিরোদকর! ফের মাস্ক পড়ার বার্তা মুম্বাইয়ের এই অভিনেত্রীর

Shilpa Shirodkar | করোনা আক্রান্ত শিল্পা শিরোদকর! ফের মাস্ক পড়ার বার্তা মুম্বাইয়ের এই অভিনেত্রীর
Key Highlights

সোমবার শিল্পা তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।”

ফের ভারতে করোনার প্রাদুর্ভাব। এবার করোনা আক্রান্ত হলেন 'বিগবস ১৮' খ্যাত অভিনেত্রী শিল্পা শিরোদকর। নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে শিল্পা লিখেছেন, “বন্ধুরা, আমি করোনা আক্রান্ত। সকলে খুব সাবধানে থাকুন। দয়া করে আবার মাস্ক পরুন।” ফলে ফের করোনার ভয়াল কবলে পড়ার আশঙ্কায় দেশবাসী। যদিও নিজের উপসর্গের কথা খোলসা করে জানাননি অভিনেত্রী। প্রসঙ্গত, ৯০ দশকের অভিনেত্রী শিল্পা শিরোদকর ২০১৩ তে ‘এক মুঠি আসমান’ ছবিতে শেষ অভিনয় করেছিলেন তিনি। 'বিগবস১৮' তে অংশগ্রহন করে ফের জনপ্রিয় হন তিনি।