Sheetal Devi | অলিম্পিকের পর প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বাজিমাত শীতল দেবীর!

Saturday, September 27 2025, 3:29 pm
highlightKey Highlights

আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত একটা দিনের শেষে ১৮ বছয় বয়সি এই তিরন্দাজের প্রাপ্তি তিনটি পদক (সোনা, রুপো এবং ব্রোঞ্জ)।


প্যারালিম্পিকের পর শনিবার দক্ষিণ কোরিয়ায় প্যারা আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাফল্য অব্যাহত শীতল দেবীর। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই তিরন্দাজের প্রাপ্তি তিন তিনখানা পদক: সোনা, রুপো এবং ব্রোঞ্জ। ব্যক্তিগত ইভেন্টে তুরস্কের বিশ্বের এক নম্বর ওজনুর কিউর গির্দিকে ১৪৬:১৪৩ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন শীতল। মহিলাদের দলগত ইভেন্টে রুপোর পদক এবং মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। উল্লেখ্য, ফোকোমেলিয়া নামে বিরল রোগে আক্রান্ত প্যারালিম্পিক জয়ী এই বিশ্বচ্যাম্পিয়ন। এর ফলে দু’টি হাত হারাতে হয়েছে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File