Shashi Tharoor | বিশ্বমঞ্চে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দেবে ৭ সদস্যের প্রতিনিধি দল! সভাপতিত্ব করবেন থারুর!
Saturday, May 17 2025, 9:26 am

বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে বিভিন্ন দলে সাংসদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কূটনীতিকরা থাকবেন।
পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বে কূটনৈতিক বার্তা পৌঁছে দেবে ৭ সদস্যের প্রতিনিধি দল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে বিভিন্ন দলে সাংসদ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কূটনীতিকরা থাকবেন। আর তাদের সভাপতিত্ব করবেন কংগ্রেসের চারবারের সাংসদ শশী থারুর। সূত্রের খবর, শশী থারুর ছাড়া এই দলগুলিকে নেতৃত্ব দেওয়ার জন্য বেছে রবিশংকর প্রসাদ, সঞ্জয়কুমার ঝা, বৈজয়ন্ত পাণ্ডা, কানিমোঝি করুণানিধি ও সুপ্রিয়া সুলেকে।