Sharmishtha Panoli | কলকাতা হাইকোর্টে জামিন পেলেন শর্মিষ্ঠা পানোলি,পুনেতে পড়তে যেতে পারলেও করতে পারবেন না বিদেশ যাত্রা!
Thursday, June 5 2025, 10:50 am
Key Highlightsহাইকোর্টের নির্দেশ, শর্মিষ্ঠার অভিযোগের তদন্ত করতে হবে পুলিশকে। প্রয়োজনে তাঁকে নিরাপত্তাও দিতে হবে। যদি পড়াশোনার জন্য তিনি পুনে যেতে চান, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে যেতে পারবেন।
অবশেষে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন শর্মিষ্ঠা পানোলি। বৃহস্পতিবার ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি রাজা বসু চৌধুরী। হাইকোর্টের নির্দেশ, শর্মিষ্ঠার অভিযোগের তদন্ত করতে হবে পুলিশকে। প্রয়োজনে তাঁকে নিরাপত্তাও দিতে হবে। যদি পড়াশোনার জন্য তিনি পুনে যেতে চান, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে যেতে পারবেন। তবে আপাতত তাঁর বিদেশযাত্রার উপরে নিষেধাজ্ঞা থাকবে। উল্লেখ্য, কলকাতার আনন্দপুরের বাসিন্দা, আইনের ছাত্রী অপারেশন সিঁদুরের পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- অপারেশন সিঁদুর
- জামিন

