Sharjeel Imam | ‘অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন’- সুপ্রিম কোর্টে খালিদ-শারজিলদের জামিনের বিরোধিতায় ভিডিও দেখালো পুলিশ

Thursday, November 20 2025, 5:08 pm
highlightKey Highlights

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ‘ইন্টেলেকচুয়াল টেরোরিস্ট’ বা ‘বুদ্ধিজীবী সন্ত্রাসবাদী’র তত্ত্ব দিল দিল্লি পুলিশ।


২০২০ সাল থেকে জেলে আছেন দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শারজিল ইমাম, উমর খালিদ এবং অন্যান্য অভিযুক্তরা। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা UAPAর ধারা সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এদিন তাঁদের জামিনের আবেদন খারিজ করে দিল্লি পুলিশ শারজিল ইমামের বেশ কয়েকটি ‘উস্কানিমূলক’ বক্তৃতার ভিডিয়ো ক্লিপ দেখায়। অভিযোগ, ভিডিওতে তিনি ‘চিকেন নেক’ করিডর অবরোধ করে ‘অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন’ করার কথা বলেছিলেন। কোর্টে ‘বুদ্ধিজীবী সন্ত্রাসবাদী’র তত্ত্ব তুলে ধরেছেন দিল্লি পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File