Rare Fungal Infection । অফিস থেকে ফিরে ‘Power Nap’, ৩২ ঘন্টা পর ঘুম ভাঙলো ব্যক্তির! সোজা ICUতে ভর্তি করা হলো তাকে!

চিকিৎসকরা পরীক্ষা করে জানান, বিরল ফাঙ্গাল সংক্রমণ তার মস্তিষ্কের একটি অংশ গ্রাস করে নিয়েছে।
অফিসে সারাদিন খাটুনির পর বাড়ি ফিরে ‘Power Nap’ নিতে শুয়েছিলেন ব্যক্তি। কিন্তু তার ঘুম ভাঙলো টানা ৩২ ঘন্টা পর! ঘুম থেকে উঠেই ICUতে ভর্তি হতে হল তাকে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরশাহির শারজার। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, বিরল ফাঙ্গাল সংক্রমণ তার মস্তিষ্কের একটি অংশ গ্রাস করে নিয়েছে। সংক্রমণের জেরেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। সংক্রমণ ঠেকাতে ব্যক্তির মস্তিষ্ক নিজেই সক্রিয় হয়ে একটি অংশের কাজকর্ম বন্ধ করে দেয়। তবে ওই ব্যক্তি আর কয়েক ঘণ্টা ঘুমালে কোমায় চলে যেতে পারতেন, এমনকি মৃত্যু হতে পারত।
- Related topics -
- আন্তর্জাতিক
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- ঘুম
- রোগ