Share Market । নভেম্বরেও 'লক্ষী'ছাড়া শেয়ার বাজার, কপালে হাত বিনিয়োগকারীদের
চলতি সপ্তাহের বুধবারের ট্রেডিং সেশনে শেয়ার বাজারে বড়সড় পতন দেখা গিয়েছে। একদিনে 6 লক্ষ কোটি টাকারও বেশি হারিয়েছেন ইনভেস্টররা।
বিশেষজ্ঞরা আশা করেছিলেন নভেন্বর মাসে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরবে দেশের শেয়ার বাজার। কিন্তু ঘটলো উলটপুরাণ। মাসের মাঝামাঝিও রীতিমতো অস্থির হয়ে রয়েছে নিফটি ও সেনসেক্স। চলতি সপ্তাহের বুধবারের ট্রেডিং সেশনেও শেয়ার বাজারে বড়সড় পতন দেখা গিয়েছে। একধাক্কায় অনেকটা নীচে নেমে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি। পতন দেখা গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচকটিতেও। একদিনে 6 লক্ষ কোটি টাকারও বেশি হারিয়েছেন ইনভেস্টররা। বিনিয়োগকারীদের নতুন স্টক কিনতে বারণ করছেন বিশেষজ্ঞরা।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- ভারত
- বৈদেশিক বিনিয়োগ
- সেনসেক্স
- ভারতীয়