Share Market | মঙ্গলবার 'রক্তক্ষরণ' শেয়ার মার্কেট ! বাজার খুলতেই নিম্নমুখী সূচক!
Tuesday, May 13 2025, 8:26 am
 Key Highlights
Key Highlightsমঙ্গলবার বাজার খোলার পরই সূচক নিম্নমুখী। দিনের শুরুতেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE Nifty 50র পয়েন্ট কমে ১২.৪০ হয়েছে।
সোমবার শেয়ার বাজারে রেকর্ড ভাঙা উত্থান হলেও মঙ্গলবার একেবারে মুখ থুবড়ে পড়লো বাজার। মঙ্গলবার বাজার খোলার পরই সূচক নিম্নমুখী। দিনের শুরুতেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা NSE Nifty 50র পয়েন্ট কমে ১২.৪০ হয়েছে। একই সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE সেনসেক্স প্রায় হাজার পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৮১ হাজারের আশেপাশে। ব্যাঙ্ক নিফটি রয়েছে ৫৫ হাজারের আশেপাশে। সেনসেক্সের শেয়ারে ইনফোসিস, ইটার্নাল, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড ও আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার নীচে। প্রায় ২ শতাংশ পর্যন্ত নেমেছে শেয়ারের দর।
-  Related topics - 
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স

 
 