খেলাধুলা

Shardul Thakur slams century | তারকা ক্রিকেটারদের ভীড়ে রঞ্জিতে নাটকীয় শতরান শার্দুল ঠাকুরের

Shardul Thakur slams century | তারকা ক্রিকেটারদের ভীড়ে রঞ্জিতে নাটকীয় শতরান শার্দুল ঠাকুরের
Key Highlights

রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে নজর কাড়লেন শার্দুল ঠাকুর। মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেন তিনি।

চলছে রঞ্জি ট্রফি। রঞ্জিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দুরন্ত অনবদ্য শতরান করলেন শার্দুল ঠাকুর। রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, অজিঙ্কা রাহানেদের ভীড়ে জ্বলজ্বল করে উঠলো তাঁর প্রতিভা। যদিও খেলার শেষবেলায় ৮ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ১১৯ বলে ১১৩ রান করে অপরাজিত শার্দুল। তনুশ কোটিয়ানের সাথে ১৭৩ রানের পার্টনারশিপ চলছে তাঁর। এবারের IPLএ ১০টি ফ্র্যাঞ্চাইজির একটিও তাঁকে নিতে আগ্রহী হয়নি। এই সেঞ্চুরি যেন তারই যোগ্য জবাব।