Shantanu সেন । দলের মুখপাত্র হোক বা মেডিক্যাল কাউন্সিলের সদস্যপদ, বেফাঁস মন্তব্যের জেরেই অপসারণ শান্তনুকে?

Saturday, December 7 2024, 4:54 am
highlightKey Highlights

রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে আনুষ্ঠানিকভাবে সরানো হল শান্তনু সেনকে। মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি ছিলেন তিনি


রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকার মনোনীত প্রতিনিধির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। এর আগে দলের মুখপাত্র পদ থেকেও সরানো হয়েছিল ‘অভিষেক অনুগামী’ শান্তনুকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শান্তনুকে সরানোর জন্য সুপারিশ করেছিলেন কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়। তাঁর সুপারিশকেই শেষ পর্যন্ত সিলমোহর দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, পরবর্তী প্রতিনিধি খুব দ্রুত ঘোষণা করবে দফতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File