করোনা আবহে 'ফুসফুস সুস্থ রাখতে রোজ শাঁখে ফুঁ দেওয়া ভাল', আসুন জানা যাক বৈজ্ঞানিক কারণ

Tuesday, May 25 2021, 10:38 am
highlightKey Highlights

দেবী লক্ষীর মত শঙ্খের উৎপত্তিস্থান হল সমুদ্র। তাই বাস্তু বিদ্যায় শঙ্খকে লক্ষীর ভাই হিসেবে উল্লেখ করা হয়। নিয়মিত শাঁখে ফুঁ দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। বৈজ্ঞানিক মতানুযায়ী, প্রতিদিন ১ থেকে ২ মিনিট শঙ্খ বাজালে যার স্পষ্টভাবে কথা বলতে অসুবিধা হয় তার সমস্যার সমাধান হবে; ফুসফুসকে রোগ মুক্ত করে, প্লীহা, ইনফ্লুয়েঞ্জা নির্মূল করতে সাহায্য হয়। অন্যদিকে, আয়ুর্বেদ ও বাস্তু অনুযায়ী, শঙ্খের শব্দে পজিটিভ এনার্জি আসে, বায়ু শুদ্ধ হয়, হার্ট অ্যাটাক, রক্তচাপ, হাঁপানি, মস্তিস্ক-সহ আরও অনেক রোগ হ্রাস করতে পারে। পাশাপাশি নিয়মিত শাঁখে ফুঁ দিলে শ্বাসযন্ত্র শক্তিশালী করে, হৃদরোগকে দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File