Sahrukh Khan | সাধের মন্নত ছাড়ছেন শাহরুখ! সপরিবারে থাকবেন ভাড়া করা বাড়িতে, কিন্ত কেন ?
Thursday, February 27 2025, 5:57 pm
Key Highlightsসপরিবারে সাধের ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ। ২০২৪ সালে ‘মন্নত’এ আরো দুটি তলা বাড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন শাহরুখ। টানা দু’বছর ধরে এই বাড়ির কাজ চলবে।
সপরিবারে সাধের ‘মন্নত’ ছাড়ছেন শাহরুখ। মুম্বইয়ে পালি হিল অঞ্চলের এক বিলাসবহুল আবাসন ভাড়া নিয়েছেন। এখন থেকে সেখানেই থাকবেন কিং খান। আসলে ‘মন্নত’ এর মালিকানা আগে ছিল মান্ডুর রানির। এটি একটি হেরিটেজ বিল্ডিং। তাই এই বিল্ডিংয়ে যে কোনো ধরনের মেরামতির কাজের জন্যে প্রশাসনের অনুমতি লাগে। ২০২৪ সালে ‘মন্নত’এ আরো দুটি তলা বাড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন শাহরুখ। অবশেষে প্রশাসনের তরফ থেকে এই মেরামতির গ্রীন সিগন্যাল মিললো। উল্লেখ্য, টানা দু’বছর ধরে এই বাড়ির কাজ চলবে।
- Related topics -
- বিনোদন
- শাহরুখ খান
- মান্নত
- বলিউড

