Shah Rukh Khan । কিং খান ফিরছেন ‘বাজিগর’ 2.0 হয়ে ? বড় ঘোষণা প্রযোজক রতন জৈনের
Wednesday, November 13 2024, 2:53 pm

১৯৯৩ সালে মুক্তি পায় শাহরুখ কাজলের 'বাজিগর'। এবার আসতে চলেছে ‘বাজিগর’ এর সিক্যুয়েল, ঘোষণা প্রযোজক রতন জৈনের ।
‘হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহেতে হ্যায়!’ সালটা ১৯৯৩। প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস-মস্তান পরিচালিত সিনেমা ‘বাজিগর’। বলিউড পায় নতুন সুপারহিট জুটি ‘শাখরুখ কাজল’, যার জনপ্রিয়তা তিন দশক পেরিয়ে আজও অমলিন। এবার ‘বাজিগর ২’র ঘোষণা সারলেন ‘বাজিগর’ এর প্রযোজক রতন জৈন। রতন জৈন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’ এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক প্রস্থ আলোচনা করেছেন তিনি। এইমুহূর্তে জোরকদমে এগোচ্ছে চিত্রনাট্য লেখার কাজ। তবে নায়িকা হিসেবে কাজলই থাকবেন কিনা তা নিয়ে মুখ খোলেননি রতনবাবু।
- Related topics -
- বিনোদন
- শাহরুখ খান
- সিনেমাহল
- বলিউড
- টলিউড
- নতুন ছবি
- ছবির শুটিং
- কাজল মুখার্জী
- অভিনেতা
- অভিনেত্রী
- ভারতীয় অভিনেত্রী