JU Case | যাদবপুর কাণ্ডে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করা হলো থানায়

Saturday, March 8 2025, 7:10 am
highlightKey Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব। শনিবার সন্ধে ৬টায় থানায় হাজিরা দেওয়ার কথা তাঁর।


যাদবপুর ইস্যুতে এবার থানায় তলব করা হলো এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে। উল্লেখ্য, গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে চরম অশান্তি হয়েছিল। সেদিন সকাল থেকেই ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকে বাম ছাত্ররা। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসতেই বিক্ষোভ চরমে পৌঁছয়। এবার সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই থানায় ডাকা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে শনিবার সন্ধে ৬টায় থানায় যাবেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File