আর জি কর কান্ড

R G Kar | ঘটনার বর্ণনা দেওয়ার সময় আবেগ বা অপরাধবোধের লেশমাত্র ছিল না! 'যৌন বিকারগ্রস্ত' সঞ্জয়, মনস্তাত্ত্বিক পরীক্ষা করে জানালো সিবিআই

R G Kar | ঘটনার বর্ণনা দেওয়ার সময় আবেগ বা অপরাধবোধের লেশমাত্র ছিল না! 'যৌন বিকারগ্রস্ত' সঞ্জয়, মনস্তাত্ত্বিক পরীক্ষা করে জানালো সিবিআই
Key Highlights

কেন্দ্রীয় তদন্তকারী দল জানিয়েছে, সঞ্জয়কে যখন জেরা করা হচ্ছিল,তখন তার চোখেমুখে আবেগের লেশমাত্র ছিল না।

আরকিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মনস্তাত্ত্বিক পরীক্ষা করেছে সিবিআই। এরপর কেন্দ্রীয় তদন্তকারী দল জানিয়েছে, সঞ্জয়কে যখন জেরা করা হচ্ছিল,তখন তার চোখেমুখে আবেগের লেশমাত্র ছিল না। একেবারে সাধারণভাবে অপরাধের মতো বর্ণনা দিয়েছে সে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কিছু জানানো হয়নি। এদিকে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে আজ সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন প্রতিবাদী চিকিৎসকরা। এর প্রত্যুত্তরে সুপ্রিম কোর্ট জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না।


Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
USA Tariff for China | চিনের ওপর ২৪৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপালো ট্রাম্প! শুল্ক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই যুক্তরাষ্ট্র-চিনের!
Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!
Gurugram | ভেন্টিলেশনে ভর্তি থাকা মহিলা এয়ার হোস্টেসকে যৌন নিগ্রহ! অভিযোগ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে!
Mohun Bagan | সমর্থকদের বড় উপহার দেবে মোহনবাগান! এবার ISL ও লিগ শিল্ড কাপের সঙ্গে তুলতে পারবেন ছবি!
IAF Aircraft | সাইবার হানার শিকার ভারতীয় বায়ুসেনার এয়ারক্রাফ্ট! মায়ানমারের আকাশসীমায় ঢুকতেই GPS সিগন্যাল নষ্ট করার চেষ্টা!