দলের নিশ্চিত হার আটকে দিলেন গোলকিপার, মাত্র ৯৪ মিনিটে করলেন গোল

Sunday, March 21 2021, 1:02 pm
দলের নিশ্চিত হার আটকে দিলেন গোলকিপার, মাত্র ৯৪ মিনিটে করলেন গোল
highlightKey Highlights

ফ্যাবিয়ান ওরেলানার পেনাল্টি থেকে ৪৪ মিনিটে এগিয়ে গিয়েছিল রিয়াল ভায়াদোলিদ। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ইভান রাকিতিচদের সেভিয়া। ম্যাচের শেষ মিনিটে কর্নার পায় তারা। সে সময়েই ভুল ডিফেন্ডিং ভায়াদোলিদের। অস্কার রদরিগেজের ক্রস ভায়াদোলিদের কেউ আটকাতে যাননি। সেই বল পোস্টে লেগে যায় সেভিয়ার জুলস কৌন্দের কাছে। কৌন্দে পাস বাড়ান বোনোকে। বাঁ পায়ে হালকা শটে বল জালে জড়ান বোনো। কেরিয়ারে প্রথম বার গোল পেলেন মরক্কোর এই গোলকিপার। দুই মাদ্রিদ এবং বার্সেলোনার পরে লা লিগায় চতুর্থ স্থানে সেভিয়া।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File