Union Budget 2025 | ভারতের বাজেটের কারণে আশার আলো দেখছে চিন! কী লাভ হবে জিনপিং-র?
Monday, February 3 2025, 6:16 am
Key Highlightsআসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটা সিদ্ধান্তে ‘মন খুশি’ একাধিক চিনা সংস্থার।
সদ্য পেশ হওয়া কেন্দ্রের বাজেটের জন্য খুশির হাসি ফুটেছে মধ্যবিত্তদের মুখে। তবে সেই সঙ্গে খুশি চিনও! আসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটা সিদ্ধান্তে ‘মন খুশি’ একাধিক চিনা সংস্থার। কারণ কানাডা, মেক্সিকোর মতো চিনা পণ্যে ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তবে, এই শুল্ক কাটছাঁট করেছে ভারত। পাশাপাশি মোবাইল ফোন তৈরির যন্ত্রাংশে সমস্ত শুল্কও এবার বাদ দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর ফলে দেশে আরও উৎপাদন বাড়াতে পারবে চিনা মোবাইল নির্মাণকারী সংস্থাগুলি। সেই সূত্র ধরে বাড়বে তাদের আয়।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ভারতীয় অর্থমন্ত্রী
- কেন্দ্রীয় অর্থমন্ত্রক
- চিন
- চীন

