ভাড়া বাড়ানোর দাবিতে একাধিক রুটে কিছু বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল মালিকরা
Thursday, December 21 2023, 2:33 pm
 Key Highlights
Key Highlightsপশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রদীপ নারায়ণ বসুর দাবি লকডাউনের পর পরিষেবা স্বাভাবিক হলেও যাত্রী সংখ্যা কমে গিয়েছে, পাশাপাশি ডিজেলের দাম বেড়ে গেছে। ভাড়া বৃদ্ধি না হলে লোকসান হবে তাঁদের। আগে যেখানে মিনিবাসে প্রায় ৫০০ জন ও বাসে ৭০০ থেকে ৮০০ জন যাত্রী উঠতেন, সেখানে বর্তমানে যথাক্রমে ২৫০ ও ৫০০ জন উঠছেন। যেসকল রুটগুলিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে পরিষেবা সেগুলি হল:- ১২; ১২-এ; ১২বি; ১২এডি; ৩৯; ৩৯এ/২; ৩৯।
-  Related topics - 
- পরিবহন
- শহর কলকাতা
- ডিজেল
- রাজ্য

 
 