Maharashtra | সাত হাজার গ্রাম থেকে সরলো বৈষম্যের বৈধব্য বিধি! নতুন 'আলো' মহারাষ্ট্রে!
Monday, April 7 2025, 10:44 am

২৭ হাজার গ্রাম পঞ্চায়েত একযোগে জানিয়ে দিল, তাদের গ্রামে বিধবাদের সঙ্গে আর কোনও বৈষম্যমূলক ব্যবহার করা হবে না।
ভারতের নানান জায়গায় এখনও পুরোনো দিনের মতোই প্রচলিত রয়েছে বিভিন্ন কুসংস্কার। তবে পরিবর্তরন আসছে সেক্ষেত্রেও। এর বড় উদাহরণ দিলো মহারাষ্ট্র। সেখানকার সাত হাজার গ্রাম বিধবা বৈষম্য দূর করলো। ২৭ হাজার গ্রাম পঞ্চায়েত একযোগে জানিয়ে দিল, তাদের গ্রামে বিধবাদের সঙ্গে আর কোনও বৈষম্যমূলক ব্যবহার করা হবে না। এমনকী তাঁরা যদি স্বামীর মৃত্যুর পরে চুড়ি বা মঙ্গলসূত্র ব্যবহার চালিয়ে যেতে চান, তাতেও কোনও আপত্তি নেই! এই বৈষম্য দূর করতে ২০২২ সাল থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যান সমাজকর্মী প্রমোদ জিরাঙ্গে।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- কুসংস্কার