Jaynagar | জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খু্নের ঘটনার তদন্তে গঠন সাত সদস্যের ‘সিট’
জয়নগরে ৯ বছরের নাবালিকা ধর্ষণ ও খু্নের ঘটনার তদন্তে 'স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ বা ‘সিট’ গঠন করল জেলা পুলিশ।
জয়নগরে ৯ বছরের নাবালিকা ধর্ষণ ও খু্নের ঘটনার তদন্তে 'স্পেশাল ইনভেস্টিগেশন টিম’ বা ‘সিট’ গঠন করল জেলা পুলিশ। জানা গিয়েছে, সাত সদস্যের এই টিমের মাথায় থাকছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল)। দলের বাকি ছয় সদস্যের মধ্যে আছেন বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক, জয়নগরের সিআই ও জয়নগর থানার আইসি,জয়নগর থানার এসআই পদমর্যাদার তিন আধিকারিক। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে সোমবার কল্যাণী জেএনএম হাসপাতালে হয় নাবালিকার দেহের ময়নাতদন্ত।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ক্রাইম